, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাজধানীর তেজগাঁওয়ে যাত্রীবাহী বাসে আগুন

  • আপলোড সময় : ১২-১১-২০২৩ ০৮:৫০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৩ ০৮:৫০:৩১ অপরাহ্ন
রাজধানীর তেজগাঁওয়ে যাত্রীবাহী বাসে আগুন
এবার বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ রবিবার ১২ নভেম্বর রাত সাড়ে আটটায় ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আবু তালহা জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাবিস্কো এলাকার সড়কে ৮টা ২০ মিনিটে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ৮টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

এদিকে বাসটিতে আগুন নেভানোর জন্য ফায়ারের কর্মীরা ছাড়াও পুলিশ সদস্যরা সহযোগিতা করছেন বলে জানান আবু তালহা।
সর্বশেষ সংবাদ