, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নারায়ণগঞ্জে বাসে আগুন

  • আপলোড সময় : ১২-১১-২০২৩ ০৮:৪৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৩ ০৮:৪৬:২৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জে বাসে আগুন
আজ সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাফ পরিবহনের একটি বাস আগুনে পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ রবিবার ১২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে।

এদিকে স্থানীয়রা জানান, দুপুর থেকে আদমজী-চাষাঢ়া সড়কের আরকে গ্রুপের প্রতিষ্ঠানের সামনে বাসটি থামিয়ে রাখা ছিল। সন্ধ্যায় হঠাৎ মানুষজন আগুন জ্বলতে দেখে নেভানোর চেষ্টা করেন। তারা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভায়। তবে বাসের সিটসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি। কেউ হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘আগুন লাগার কারণ জানা যায়নি। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা বলা সম্ভব নয়। এ বিষয়ে তদন্ত চলছে।
সর্বশেষ সংবাদ
চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু

চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু