, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অগ্নিসন্ত্রাস প্রতিরোধে বাসের যাত্রীদের ছবি তুলে রাখার নির্দেশনা ডিএমপির

  • আপলোড সময় : ১২-১১-২০২৩ ০৭:৫৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৩ ০৭:৫৫:০৭ অপরাহ্ন
অগ্নিসন্ত্রাস প্রতিরোধে বাসের যাত্রীদের ছবি তুলে রাখার নির্দেশনা ডিএমপির
এবার বিএনপিসহ তার মিত্রদের ডাকা অবরোধ কর্মসূচিতে অগ্নিসন্ত্রাস প্রতিরোধে পরিবহন মালিক-শ্রমিকদের স্টপেজগুলোতে বাসের ও যাত্রীদের ছবি তুলে রাখাসহ ১০টি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ রোববার সন্ধ্যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এদিকে ডিএমপির নির্দেশনার মধ্যে রয়েছে, স্টপেজগুলোতে বাসের ও যাত্রীদের ছবি তুলে রাখতে হবে; স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা করানো যাবে না; বাসে থাকা যাত্রীদের বাসের সহকারী সচেতন করবে; রাতে বিচ্ছিন্নভাবে বাস পার্কিং না করে কোনো উন্মুক্ত স্থানে একত্রে একাধিক বাস রেখে নিজস্ব প্রহরার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে;

চালক ও সহকারী কখনই একই সঙ্গে গাড়ি রেখে খেতে বা বিশ্রামে যাবে না; ইতোমধ্যে নাশকতাকারীর তথ্য প্রদানকারীর জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে; সহকারী ছাড়া চালককে একা গাড়ি চালাতে দেওয়া যাবে না; রাতে গাড়ির মধ্যে ঘুমানো যাবে না, অন্তত একজনের মাধ্যমে হলেও প্রহরার ব্যবস্থা করতে হবে;

বাসের দুটো দরজা থাকলে পেছনের দরজা অবশ্যই বন্ধ রাখতে হবে এবং মালিক পক্ষ থেকে চালক ও সাহকারীদের অবশ্যই নিরাপত্তা সংক্রান্তে নির্দেশনা প্রদান করতে হবে। এ ছাড়া যাত্রীদের জন্য সর্তকর্তামূলক স্টিকার বাসে লাগিয়ে দিতে হবে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান