, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সফলভাবে ঘূর্ণিঝড় মোকাবিলা করেছি: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৩ ০২:৪৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৩ ০২:৫০:৩০ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সফলভাবে ঘূর্ণিঝড় মোকাবিলা করেছি: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী
এবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঘূর্ণিঝড় মোখা সফলভাবে মোকাবিলা করেছি।

আজ সোমবার ১৫ মে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় মোখা পরবর্তী ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
 
ঘুর্ণিঝড়ের কারণে অনেক গাছপালা পড়ে গেছে জানিয়ে তিনি বলেন, টেকনাফ ও সেন্টমার্টিনে ২ হাজারের মতো ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ১০ হাজারের বেশি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাছচাপা পড়ে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।  এছাড়া আর তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানান প্রতিমন্ত্রী।
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান সবার আগে: তুরস্ক

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান সবার আগে: তুরস্ক