, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


 দাম নিয়ন্ত্রণে আনতে ডিম ও আলু আমদানি করা হচ্ছে : বাণিজ্য সচিব

  • আপলোড সময় : ১২-১১-২০২৩ ১০:৪৭:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৩ ১০:৪৭:০১ পূর্বাহ্ন
 দাম নিয়ন্ত্রণে আনতে ডিম ও আলু আমদানি করা হচ্ছে : বাণিজ্য সচিব
নাজমুল হাসান নিরব, ফরিদপুর থেকে: বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, ‘দেশে আলু ও ডিম আমদানি করা হয় না। শুধু পেঁয়াজ আমদানি করতে হয় আমাদের। এখন আলু ও ডিমের ঘাটতি দেখা দেওয়ার কারনেই ডিম ও আলুর আমদানি উন্মুক্ত করে দেয়া হয়েছে। আর আমদানি শুরু হওয়ার পর এখন দাম কিন্তু কমতে শুরু করেছে বাজারে’। গতকাল শনিবার শহরের অম্বিকা মেমোরিয়াল হলে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পেঁয়াজের দাম এখন বাংলাদেশেও যেমন বেশি ভারত ও মিয়ানমারে দাম বেশি যে কারণে দাম কমানো সম্ভব হচ্ছে না। তবে ডিসেম্বরে মুড়ি কাটা পেঁয়াজ যখন বাজারে চলে আসবে তখন পেঁয়াজের দাম কমে আসবে বলে তিনি জানান।

পৌরসভার ২০ নং ওয়ার্ড কাউন্সিলর শামীম হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ প্রমূখ।

এবার ফরিদপুরে ৭৭৬০৫ জনের ভিতর টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। ৪৭০ টাকার প্যাকেজে থাকছে দুই কেজি তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল।
 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস