, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাজধানীর ফার্মগেটে একাধিক ককটেল বিস্ফোরণ

  • আপলোড সময় : ১১-১১-২০২৩ ০৮:২৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৩ ০৮:২৮:০৪ অপরাহ্ন
রাজধানীর ফার্মগেটে একাধিক ককটেল বিস্ফোরণ
এবার এক দফা দাবিতে বিএনপি-জামায়াত ও বিরোধী জোটের ডাকা চতুর্থ দফা অবরোধের আগের দিন আজ শনিবার ১১ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টায় রাজধানীর ফার্মগেটে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি। বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামীকাল রোববার (১২ নভেম্বর) চতুর্থ দফায় টানা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচী পালন করবে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো। গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদসহ চলমান এক দফা দাবিতে টানা দুদিনের এই অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দেয় বিএনপি।

এর পরে একই সময়ে সারাদেশে অবরোধের ডাক দেয় জামায়াতে ইসলামী, এলডিপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট সহ যুগপৎ আন্দোলনের অন্যান্য দলগুলো। প্রথমে ৪৮ ঘণ্টা হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা বদলে ফের অবরোধের ঘোষনা দেওয়া হয় বলে জানান, যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলীয় জোটের সম্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। তিনি বলেন, আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে।
 
এদিকে, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পন্ড হয়ে গেলে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফা এবং ৭ নভেম্বর একদিন বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচী পালন করে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস