, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বর্তমান সরকারের আমলে সমাজে কেউ অবহেলিত নেই: এমপি হেলাল 

  • আপলোড সময় : ১১-১১-২০২৩ ০৪:২৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৩ ০৪:২৫:০৯ অপরাহ্ন
বর্তমান সরকারের আমলে সমাজে কেউ অবহেলিত নেই: এমপি হেলাল 
ওমর ফারুক,নওগাঁ-০৬ আসন প্রতিনিধি: নওগাঁ ০৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল বলেছেন,বর্তমান সরকারের আমলে কেউ সমাজে অবহেলিত নেই। এক সময় প্রবিন্ধীদেরকে সমাজের বোঝা মনে করা হতো। মানুষ বৃদ্ধ হয়ে গেলে নিজেদেরকে অসহায় মনে করতেন। বিধবারা স্বামী হারা হয়ে দিশেহারা হয়ে পরতেন। কিন্তু শেখ হাসিনার সরকারের আমলে তারা আর অসহায় নেই। 

তিনি বলেন,বিভিন্নমুখী ভাতা পেয়ে তারা সকলেই এখন স্বাবলম্বী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান এ দেশের মানুষ মাথা উঁচু করে যেন দাঁড়ায় এবং এ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তাতে ঈশার্ন্বিত হয়ে বিএনপি জামাত আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। জনগণ বিএনপি কে প্রত্যাখ্যান করায় তারা এখন দিশেহারা হয়ে পড়েছে।

 তিনি উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয়  সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান। 

তিনি (১১ নভেম্বর) শনিবার নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

মনিয়ারী ইউপি চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবাদুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,সাধারণ সম্পাদক আক্কাছ আলী প্রামানিক,ভাইস-চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস- চেয়ারম্যান মমতাজ বেগম প্রমূখ।
 
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা