শ্রীলঙ্কা ক্রিকেটকে নিষিদ্ধ করলো আইসিসি। দেশটির ক্রিকেট বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসিতে তাদের সদস্যপদ স্থগিত করা হয় এবং সেটি আজ থেকেই কার্যকর হবে। আজ শুক্রবার (১০ নভেম্বর) রাতে এক মিডিয়া রিলিজের মাধ্যমে শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্যপদ স্থগিত করার বিষয়টি জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এই স্থগিতাদেশ তারা তুলে নিতে না পারলে ভবিষ্যতে শ্রীলঙ্কা কোনো আন্তর্জাতিক ক্রিকেট ও টুর্নামেন্ট খেলতে পারবে না। তবে সরকারি হস্তক্ষেপ মুক্ত হলে বিবেচনার মাধ্যমে স্থগিতাদেশ তুলে নিবে আইসিসি।
বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের ভরাডুবির কারণে গত সোমবার (০৬ নভেম্বর) তাদের বোর্ডকে বরখাস্ত করে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। গঠন করে অন্তর্বতীকালিন কমিটি। যেটার প্রধান করা হয় বিশ্বকাপ জয়ী তারকা অর্জুনা রানাতুঙ্গাকে।
কিন্তু পরদিন দেশটির আদালত অন্তবর্তীকালিন এই কমিটির কার্যক্রম দুই সপ্তাহের জন্য স্থগিত করে। তাতে বরখাস্ত হওয়া ক্রিকেট বোর্ড পুনর্বহাল হয়।
এই ঘটনার প্রেক্ষিত আজ জরুরিভিত্তিতে সভা ডাকে আইসিসি বোর্ড। সেখানে আলোচনার মাধ্যমে তারা ঐক্যমতে পৌঁছায় যে, শ্রীলঙ্কার ক্রিকেট মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। বিশেষ করে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে। পাশাপাশি সাম্প্রতিক ঘটনায় সদস্যপদ হারানোর একাধিক নিয়ম ও বাধ্যবাধকতা ভঙ্গ করে তারা। তারই প্রেক্ষিতে শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্যপদ স্থগিত করে আইসিসি।
স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে যতোদিন পর্যন্ত তারা স্বাধীনভাবে কাজ করার সুযোগ না পাবে ততোদিন এই স্থগিতাদেশ থাকবে। এই সময়ে তারা কোনো আন্তর্জাতিক ক্রিকেট কিংবা টুর্নামেন্টে অংশ নিতে পারবে না।