এবার শত বাধা, সমালচনার ঝড় পেছনে ফেলে হাসছে নাজমুল হোসেন শান্তর ব্যাট, হাসছে বাংলাদেশ। চোটের সাথে লড়াই করে ফেরা পেসার হাসান মাহমুদ বোঝাচ্ছেন তিনি অন্য অনেকের চেয়ে আলাদা। আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে অধিনায়ক তামিম ইকবালের প্রশংসায় ভাসছেন দুজনে। সিরিজে ব্যাট হাতে সর্বোচ্চ ১৯৬ রান শান্তর ব্যাটে। ৬৫ এর বেশি গড়ে এই রান করার পথে তার স্ট্রাইক রেটও পেরিয়েছে ১০০।
প্রথম ম্যাচে ৪৪ রান করে আউট হলেও দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য এক জয় এনে দেওয়ার পথে খেলেছেন ৯৩ বলে ১১৭ রানের দারুণ এক ইনিংস। গতকাল ১৪ মে তৃতীয় ওয়ানডেতে করেছেন ৩৫ রান। ফিল্ডার হিসেবে বরাবরই সমাদৃত শান্ত। গতকাল বল হাতে নিয়ে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ উইকেট হ্যারি টেক্টরকে আউট করে শিকার করেন প্রথম আন্তর্জাতিক উইকেট। ঘুরিয়েছেন ম্যাচের মোড়।
তাকে নিয়ে তামিম বলেন, 'সবশেষ ২-৩ সিরিজ ধরেই সে খুব ভালো খেলছে। নিয়মিত রান করছে। আমাদের জন্য যা দারুণ ব্যাপার। তিন নম্বর এমন একটি পজিশন, যেখানে লম্বা সময়ের জন্য কাউকে আমরা নিয়মিত পাইনি। আমার মনে হয়, তিন নম্বরে সে নিজের জায়গা পাকা করেছে। সে রান করছে নিয়মিত। শুধু রানই নয়, যেভাবে সে মাঠে ফিল্ডিং করে, সব জায়গায় নিজের সেরাটা দেয়। গ্রেট টিমম্যান… ওর জন্য আমি খুবই খুশি।'
অন্যদিকে বয়স কম হলেও মাথা পরিষ্কারের জন্য আগে থেকেই প্রশংসিত হাসান মাহমুদ। নতুন ও পুরাতন বলে ঝলক দেখিয়ে চলছেন। গতকাল শেষ ওভারে বাংলাদেশের জয়ের নায়ক তিনিই। জিততে হলে আইরিশদের লাগে মাত্র ১০ রান। এমন সমীকরণে ভয়ঙ্কর হয়ে ওঠা মার্ক অ্যাডায়ারের (১০ বলে ২০) পাশাপাশি অ্যান্ডি ম্যাকব্রাইনকে (৪) ফেরান হাসান। ওই ওভার থেকে রান আসেনি ৫ রানের বেশি। ৪ রানের রোমাঞ্চকর জয় বাংলাদেশের।
পুরো সিরিজেই দুর্দান্ত ছিলেন হাসান। দলের পক্ষে নিয়েছেন সর্বোচ্চ ৫ উইকেট। হাসানের প্রশংসায় উচ্ছ্বসিত তামিম বলেন, 'সে এখন যেভাবে বোলিং করছে, তা বিশ্বমানের। বিশেষ করে নতুন বলে সে অসাধারণ। বয়স খুব কম হলেও ডেথ ওভারে সে দারুণ পরিণত। চাপের মধ্যে সে দারুণ ধীরস্থির।'
তামিম আরও বলেন, 'তার জন্য এটি বড় শিক্ষাও। অনুশীলনে কেউ হাজারটা বল করতে পারে। কিন্তু ম্যাচে এই ধরনের চাপের মধ্যে কাজটা করতে পারা দারুণ। এখান থেকে সে অনেক কিছু শিখবে।'