, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সভাপতি মীম, সাধারণ সম্পাদক নবীন

  • আপলোড সময় : ০৮-১১-২০২৩ ০৪:০৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৩ ০৪:০৯:৪৪ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সভাপতি মীম, সাধারণ সম্পাদক নবীন
ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস) এর ২০২২-২৩ কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মোহাইমিনুল হক মীম, সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. নিয়াজ উদ্দীন ভুঁইয়া নবীন।
 
নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন; সহ-সভাপতি মাহবুব আছেম, মাহমুদা রূপা, তানজিমুল ইসলাম ফারদিন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজভী হাসান , সানজিদা সুলতানা হৃদি, খন্দকার তানজিনা ইসলাম , সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম ,অর্থ সম্পাদক ফারাহ উলফাত মোহিনী , প্রচার ও প্রকাশনা সম্পাদক নাদিয়া মোমেন, দপ্তর সম্পাদক নাহিদুল ইসলাম , তথ্য ও গবেষণা সম্পাদক মো: আবুল ফাররাহ , বহিঃ যোগাযোগ সম্পাদক ওয়াসিউল হক পান্থ, দক্ষতা বিষয়ক সম্পাদক হাম্মাদুর রহমান সানিব, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তপু , আবদুল্লাহ ভুইয়া , আসমা উল হুসনা , রুহী সাদিয়া অবনী , আকিউজ্জামান কোয়েল, নাজমুস সাকিব শান্ত , সুমাইয়া সুলতানা শশী।
 
গত ৪ঠা নভেম্বর সংগঠনের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন কমিটির সদস্যদের নির্বাচিত করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সংগঠনের মডারেটর ও ঢাকা
বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি ডিপার্টেমন্টের প্রফেসর ড. এ.জে.এম.শফিউল আলম ভুইয়া।
 
'উন্নত শিক্ষায় চাই তথ্য-প্রযুক্তি নির্ভর ক্যাম্পাস' স্লোগান নিয়ে ২০১২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি। ঢাকা
বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি ঢাবির শিক্ষার্থীদের আইটি বিষয়ক স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে কাজ
করে । আইটি বিষয়ক কর্মশালা, ই-আড্ডা, সাইবার সিকিউরিটি অ্যাওয়ারেনস প্রোগ্রাম ও
ন্যাশনাল আইটি ফেস্ট এর আয়োজনসহ ক্যাম্পাস ভিত্তিক নানাবিধ প্রোগ্রাম আয়োজন করে থাকে।
ঘূর্ণিঝড় ফেনগাল নিয়ে যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় ফেনগাল নিয়ে যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর