, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাকিবের পর দেশে ফিরলেন লিটনও

  • আপলোড সময় : ০৭-১১-২০২৩ ০৭:৪২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৩ ০৭:৪২:০৫ অপরাহ্ন
সাকিবের পর দেশে ফিরলেন লিটনও
চলতি বিশ্বকাপের শেষ চারের দৌড় থেকে টাইগাররা ছিটকে গিয়েছে অনেক আগেই। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে জয়ের পর টানা ছয় হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। সেই সঙ্গে লঙ্কা বধের পর এখনো চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বেঁচে রয়েছে টাইগারদের। তবে এ সবের মাঝে আজ বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। দিল্লিতে ম্যাচ সেরা ইনিংস খেলে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সাকিব আল হাসান বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।

এবার বিশ্বকাপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিটনকে পাওয়া নিয়ে রয়েছে  শঙ্কা। আজ মঙ্গলবার ৭ নভেম্বর সন্ধ্যার ফ্লাইটে ঢাকায় ফিরে এসেছেন সাকিব। দেশেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে সুস্থ হয়ে ওঠার লড়াই চালাবেন তিনি। এদিকে সাকিবের সঙ্গে আজ একই ফ্লাইটে লিটন দাসও দেশে ফিরেছেন। পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন তিনি।

জানা গেছে, লিটনের স্ত্রী দেবশ্রী সঞ্চিতা সন্তানসম্ভবা। যার জন্য দেশে ফিরেছেন এই টাইগার ওপেনার। দলের সূত্র আরও জানায়, আগামী ৯ নভেম্বরে ভারতে আবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার! এর আগে শ্রীলঙ্কা ম্যাচের আগেও দেশে ফিরেছিলেন লিটন। ১ নভেম্বর দুপুর ১২টা নাগাদ কলকাতা থেকে বাংলাদেশের বিমানের ফ্লাইট ধরেছিলেন লিটন।

বিশ্বকাপ চলাকালীন দেশে ফিরেছিলেন সাকিবও। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে হুট করে দেশে ফেরেন তিনি। পারফরম্যান্স ঝালাই করে নিতে মিরপুরে শৈশবের গুরু নাজমুল আবেদীন ফাহিমের শরণাপন্ন হন তিনি। যা নিয়ে তুমুল বিতর্কও হয় দেশজুড়ে। দুদিন অনুশীলন শেষে আবার ভারতে চলে যান বাংলাদেশ অধিনায়ক।

এদিকে সাকিবের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, ‘ইনিংসের শুরুতে সাকিব তার বাঁ হাতের তর্জনীতে আঘাত পায়। পরে হাতে টেপ পেঁচিয়ে ও ব্যথানাশক ওষুধ খেয়ে এ নিয়েই তিনি ব্যাটিং চালিয়ে যান। দিল্লিতে তার একটি জরুরি এক্স রে হয় ম্যাচের পর। যেখানে নিশ্চিত হয় তার বাঁ পিপ জয়েন্টে চিড় ধরা পড়ে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। আজকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাচ্ছেন সাকিব।’  
ঘূর্ণিঝড় ফেনগাল নিয়ে যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় ফেনগাল নিয়ে যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর