, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত-পা বিচ্ছিন্ন হয়ে ঝরল স্টেশন মাস্টারের প্রাণ

  • আপলোড সময় : ০৭-১১-২০২৩ ০৪:১৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৩ ০৪:১৭:১৩ অপরাহ্ন
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত-পা বিচ্ছিন্ন হয়ে ঝরল স্টেশন মাস্টারের প্রাণ
এবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রেনে কাটা পড়ে হাত-পা বিচ্ছিন্ন হয়ে আব্দুস সোবহান আকন্দ (৬৫) নামে এক ভারপ্রাপ্ত স্টেশন মাস্টারের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ৭ নভেম্বর বেলা ১১টায় উপজেলার মহিমাগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুস সোবহান গাইবান্ধা শহরের জুম্মাপাড়ার মৃত আবু বকর সিদ্দিকের ছেলে। এদিকে আব্দুস সোবহান আকন্দ মহিমাগঞ্জ স্টেশন মাস্টার হিসেবে অবসরে যাওয়ার পর একই স্টেশনে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে বগুড়ার সান্তাহার স্টেশন থেকে লালমনিরহাটের বুড়িমারী স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসা চলন্ত ট্রেনে উঠতে যান আব্দুস সোবহান। এ সময় পা পিছলে পড়ে গিয়ে তার হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি মারা যান।

এদিকে বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান