, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পুলিশ তুলে নিয়ে গেছে তিতুমীর কলেজ ছাত্রদলের দু’নেতাকে

  • আপলোড সময় : ০৭-১১-২০২৩ ০২:০১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৩ ০২:০১:৩৭ অপরাহ্ন
পুলিশ তুলে নিয়ে গেছে তিতুমীর কলেজ ছাত্রদলের দু’নেতাকে
মাহমুদা আক্তার, তিতুমীর কলেজ প্রতিনিধি: সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রফিক এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যার কিছু আগে দু’জন বাসা থেকে বের হয়। 

সন্ধ্যার আগে বা পরে কোনো এক সময়ে রাজধানীর অজ্ঞাত স্থান থেকে তাদের দু’জনকেই তুলে নেয় পুলিশ। পরে রাত আনুমানিক ১১ টার দিকে তাদের মিরপুর ১২ নাম্বারের ২ নাম্বার এভিনিউ সি ব্লকের ৬ নাম্বার বাসায় নিয়ে যায় তাদের একজনকে। পুনঃরায়  রাত প্রায় ৪ টার দিকে তাদের মিরপুর ১২ নাম্বারের ঐ একই বাসায় নিয়ে যায় দু’জনকেই। 

বাসায় নিয়ে গত ২৮ অক্টোবর বিএনপি’র ডাকা মহাসমাবেশে যেতে যে পোষাক তারা পরিধান করেছে সেগুলো এবং সেদিন পরিহিত তাদের দু’জনের জুতা সংগ্রহ করে, সেই সঙ্গে তাদের পাসপোর্ট, সার্টিফিকেট সহ সকল গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে যায়। 

এসময় বাসায় থাকা অপর ব্যক্তি (ওদের মেস মেট) তাদের কোথায় নিয়ে যাচ্ছেন জানতে চাইলে কোনো সদুত্তর দেয়নি পুলিশ। এ তথ্য জানিয়েছেন  বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
 
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন