, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাকিবদের সঙ্গে হাত না মেলানো নিয়ে মুখ খুললেন ম্যাথিউস

  • আপলোড সময় : ০৭-১১-২০২৩ ১০:৩৯:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৩ ১০:৩৯:৫৬ পূর্বাহ্ন
সাকিবদের সঙ্গে হাত না মেলানো নিয়ে মুখ খুললেন ম্যাথিউস
গতকাল ম্যাচ শেষে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো ক্রিকেটে সৌহার্দ্যপূর্ণ আচরণ। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ম্যাথুজের টাইমড-আউটের ঘটনাকে কেন্দ্র করে টাইগারদের সঙ্গে হাত মেলানো থেকে বিরত থাকেন লঙ্কান সব ক্রিকেটার। টিম টাইগার্সের বিপক্ষে ৩ উইকেটে হারের পর তারা সোজা চলে যান ড্রেসিংরুমে।

ম্যাচ শেষে এমন কাণ্ডের ব্যাখ্যা দিয়েছেন ম্যাথুজ। তিনি বলেছেন, ‘আপনি তাদেরই সম্মান করবেন, যারা আপনাকে সম্মান করে।’ ম্যাচ শেষে দুদলের খেলোয়াড় ও কোচিং প্যানেলের সদস্যরা সাধারণত একে অপরের সঙ্গে হাত মেলান, যা সৌজন্যতার অংশ। কিন্তু লঙ্কান ক্রিকেটাররা ক্ষোভ পুষিয়ে রেখে বাংলাদেশের খেলোয়াড় ও কোচিং প্যানেলের কারোর সঙ্গেই হাত মেলাননি।

এদিকে তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব টাইগারদের জয় নিশ্চিত করে যখন ফিরছিলেন, তাদের সঙ্গে হাত মেলানোর জন্য কোনো লঙ্কান ক্রিকেটারই এগিয়ে যাননি। কুশল মেন্ডিস ম্যাচ হারের পর সতীর্থদের নিয়ে সোজা ড্রেসিংরুমে চলে যান।

এদিকে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের টাইমড-আউটের আপিল প্রসঙ্গে ৩৬ বর্ষী ম্যাথুজ পরে বলেছেন, ‘অবশ্যই সাকিব ও বাংলাদেশ অসম্মানজনক আচরণ করেছে। এই খেলাটিকে তাদের সম্মান করতে হবে। আম্পায়ারসহ মাঠে থাকা খেলোয়াড়রাই সুন্দর এই খেলাটির শুভেচ্ছাদূত। আপনি যদি সম্মান না করেন এবং নিজের কমনসেন্স ব্যবহার না করেন, তাহলে আর কী বলার থাকে?’

তিনি বলেন, ‘তারা যদি এভাবে ক্রিকেট খেলতে চায়, তাহলে বলব সেখানে তাদের মধ্যে কোনো এটি সমস্যা হচ্ছে। অবশ্যই তারা তাদের মানকে নিচে নিয়ে গেছে।’ অন্যদিকে সাকিবের মতে যুদ্ধের ময়দানে নিয়ম মেনেই জয়ের জন্য চেষ্টা করেছেন, ‘এখানে ইতিবাচক বা নেতিবাচক অনেক তর্ক হতে পারে। তবে নিয়মের মধ্যে থেকেই আমি আপিল করেছি। আমরা একটা যুদ্ধের মধ্যে ছিলাম। এখানে জয় ছাড়া অন্যকিছু ভাবনাতেই ছিল না। আমি শুধু নিয়মের মধ্যে থেকে জিততে চেয়েছি।’
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস