এখন ভারতে চলছে ওয়ানডে বিশ্বকাপ। আসরে দুর্দান্ত খেললেও টানা ৪ ম্যাচ হেরে সেমির আগেই ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তান অবিশ্বাস্য কিছু ঘটালে বিদায় নিতে হবে কিউইদের। এদিকে বিশ্বকাপের মধ্যেই আরেকটি সিরিজের জন্য টিম সাউদিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। সেই সিরিজের জন্য বাংলাদেশের কন্ডিশন মাথায় রেখে স্পিন শক্তি বাড়িয়ে টেস্ট দল ঘোষণা করল দলটি। ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি স্পিন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের। তবে বিশ্বকাপে ভালো করায় দলে ডাক পেয়েছেন গ্লেন ফিলিপস।
বিশ্বআসরে বেশ কয়েকটি ম্যাচেই দলের প্রয়োজনে ব্রেকথ্রু এনে দিয়েছেন ফিলিপস। তারই পুরস্কার পেলেন তিনি। কিউই বোর্ড মূলত বাংলাদেশের কন্ডিশনকে মাথায় রেখেই স্কোয়াড সাজিয়েছে। যে কারণে তারা পেসের পরিবর্তে স্পিনের ওপর জোর দিয়েছে। দলে ডাক পাননি পেসার ট্রেন্ট বোল্ট।
স্পিন অ্যাটাকে রাচিন রবীন্দ্রর সঙ্গে আছেন ইশ সোধি, এজাজ প্যাটেল। আগামী ২৮ নভেম্বর সিলেটে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট, ৬ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
নিউজিল্যান্ড টেস্ট দলঃ টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়ং।