, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আগুন দেওয়ার চেষ্টাকালে ঠাকুরগাঁওয়ে যুবদল সভাপতি গ্রেফতার

  • আপলোড সময় : ০৬-১১-২০২৩ ০৪:০৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৩ ০৪:০৪:৫৪ অপরাহ্ন
আগুন দেওয়ার চেষ্টাকালে ঠাকুরগাঁওয়ে যুবদল সভাপতি গ্রেফতার
ঠাকুরগাঁও থেকে: গাড়িতে আগুন দেওয়ার চেষ্টাকালে ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও দিনাজপুর মহাসড়কের ছোটখোঁচাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর (৫১) কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এবং একই সঙ্গে তিনি ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন।

জানাযায়, রোববার সন্ধ্যায় খোঁচা বাড়ি নামক স্থানে মেহেবুল্লাহ আবু নূর চৌধুরী সহ কয়েকজন গাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরানোর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ গিয়ে তাকে আটক করে। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । এ সময় তার কাছ থেকে একটি ককটেলের খোসা, গান পাউডার, দুই লিটার পেট্রোল, দুটি লাইটার সহ ইট পাটকেলের টুকরা জব্দ করা হয়।

এ ঘটনায় ঠাকুরগাঁও পুলিশের পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম সরকার বাদি হয়ে আবু নুর  সহ ১৭ জনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার অন্যান্য আসামীরা হলেন মো: কায়েস, নুরুজ্জামান নুরু, অহিদুল ইসলাম, মো: রাশেদুল ইসলাম, সোহেল রানা, মনিরুজ্জামান লিটন, শরিফুল ইসলাম শরিফ, মোস্তাফিজুর রহমান শিমুল, বাবু, ফরহাদ,কামরুজ্জামান, আলী বখতিয়ার উজ্জল, জাহিদ হোসেন, মাসুদ রানা ডানো, আব্দুর হামিদ, মো: জাফরুল্লাহ সহ অজ্ঞাত নামা আরো ৪০ জন।

আটকের বিষয়ে নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, গাড়িতে আগুন দেওয়ার চেষ্টার সময় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে পেট্রোল ও টুকরো ইট-ভর্তি ব্যাগ পাওয়া যায়। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নায়িকা পরীমণির প্রথম স্বামী

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নায়িকা পরীমণির প্রথম স্বামী