মাত্র ছয় মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে বিস্ময় সৃষ্টি করেছে সাত বছরের এক এতিম শিশু। শিশুটির নাম মাহদী হাসান ওয়াছকুরুনী। তার বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার উত্তর কায়দা গ্রামে। বাবার নাম হাবিব মিয়া, মাতার নাম সুরাইয়া বেগম। মাহদী নকলা বাসস্ট্যান্ড সংলগ্ন নকলা দারুল উলুম মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। এখান থেকেই সে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করে। রবিবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মাহদী হাসানের দুলাভাই মাওলানা আব্দুল আলীম।
তিনি জানান, মাহদী হাসান ওয়াছকুরুনী দুই বছর বয়সেই তার বাবাকে হারায়। প্রখর মেধার অধিকারী মাহদীর বাবা ইন্তেকাল করার পর নকলা দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি আনসারুল্লাহ (তারা আলম) তার যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেন। মাওলানা আব্দুল আলীম আরও বলেন, মাহদী হাসান ওয়াছকুরুনীর এমন সাফল্যে আমরা গর্বিত। দেশবাসীর কাছে তার জন্য বিশেষভাবে দোয়া চাই, যেন মহান আল্লাহ তা’আলা তাকে তার খাদেম হিসেবে কবুল করেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি তার ওস্তাদদের।
মাহদী হাসান ওয়াছকুরুনীর শিক্ষক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম (সোহাগ) বলেন, মাহদী খুব নম্র-ভদ্র শান্ত ছেলে। পবিত্র কালামুল্লাহ হিফজ সম্পন্ন করেছে খুব অল্প দিনে। আর্থিক সমস্যা থাকলেও মাদরাসার মুহতামিমই তার ব্যয়ভার বহন করছেন। মাহদী সর্বশেষ প্রতিদিন প্রায় দশ পৃষ্ঠা করে সবক শুনিয়েছেন। আল্লাহ তাকে দীনের জন্য কবুল করুন।