এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্যারিবীয়ান তারকা স্পিনার সুনীল নারিন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রোববার (৫ নভেম্বর) একটি পোস্টে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান তিনি। ওয়েস্ট ইন্ডিজ দলের জার্সি পরিহিত নিজের একটি ছবি পোস্ট করে বিদায়ের বিষয়টি ভক্ত ও সমর্থকের জানান।
তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন এই তারকা। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের বড় ফেরিওয়ালা নারিন। লিগে নিয়মিত উপস্থিতির কারণে অনিয়মিত হয়েছেন জাতীয় দলে। ২০১৯ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন জাতীয় দলের জার্সি গায়ে। ২০১৬ সালে খেলেছেন শেষ ওয়ানডে।
২০১১ সালে অভিষেকের পর তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২২টি ম্যাচ খেলেছেন এই তারকা অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন নারিন। নারিন ৬৫ ওডিআইতে ৯২ উইকেট শিকার করেছেন। এছাড়া ৫১ টি-টোয়েন্টিতে ৫২ এবং ৬ টেস্টে ২১ উইকেট রয়েছে তার।