, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


চরফ্যাশনে যাত্রীবাহী বাসে আগুন, বিএনপির ৪ নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ০৫-১১-২০২৩ ০৯:২৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৩ ০৯:২৮:৪৪ অপরাহ্ন
চরফ্যাশনে যাত্রীবাহী বাসে আগুন, বিএনপির ৪ নেতা গ্রেফতার
ইসরাফিল নাঈম, চরফ্যাশন (ভোলা) থেকে :
 ভোলার চরফ্যাশনে মধ্যরাতে যমুনা এক্সপ্রেস পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
 
রোববার (৫ নভেম্বর) দুপুরে গাড়িটির চালক হাসান ফরাজি চরফ্যাশন থানায় অজ্ঞাতনামা দুর্বৃত্ত উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পুলিশ সেই মামলায় বিএনপির ওই চার নেতাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে।
 
গ্রেফতারকৃত বিএনপির চার নেতা হলেন, চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. হাবিব, যুবদল নেতা মহিউদ্দিন, ছাত্রদল নেতা মঞ্জু ও মাহমুদ আলম।
 
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. শাখাওয়াত হোসেন জানান, শনিবার মধ্যরাতে যাত্রীবাহী বাস যমুনা এক্সপ্রেসে আগুন দেওয়ার ঘটনায় আজ রোববার দুপুরে গাড়িটির চালক অজ্ঞাতনামা দুর্বৃত্ত উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সন্দেহভাজন হিসেবে বিএনপির চার নেতাকে চরফ্যাশন শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
 
ওসি আরও জানান, গ্রেফতারকৃত এই চার নেতা দাবি করছে তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তাদের চারজনের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে।
 
তবে চরফ্যাশন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর মালতিয়া অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে আমাদের বিএনপি তাদেরকে ফাঁসাচ্ছে। পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে দমিয়ে রাখছে। মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে জেলে পাঠাচ্ছে। বাসে আগুন দেয়ার ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়।
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ