, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মানুষ যেন উন্নত জীবন পায় সেটাই সরকারের লক্ষ: ধর্ম প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ০৫-১১-২০২৩ ০৫:৫১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৩ ০৫:৫১:৫৫ অপরাহ্ন
মানুষ যেন উন্নত জীবন পায় সেটাই সরকারের লক্ষ: ধর্ম প্রতিমন্ত্রী
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: মানুষ যেন উন্নত জীবন পায় সেটাই সরকারের লক্ষ। শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ, শেখ হাসিনা সুখেদুঃখে সব সময় মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।

প্রতিমন্ত্রী জামালপুরের ইসলামপুরে রবিবার উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে অসহায় ৪৬ পরিবারের মাঝে ২০ লাখ ১০ হাজার টাকা চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। 

জননেত্রী শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না উল্লেখ করে বলেন, সরকারের পাশাপাশি দলীয়ভাবে আওয়ামী লীগও মা-মাটি ও মানুষের পাশে রয়েছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দুঃখী মানুষের মুখে হাসি থাকবে। সেখ হাসিনা থাকলে সকল অনুদান চলমান থাকবে। আগামী সংসদ নির্বাচনে সকলকে নৌকায় ভোট দিয়ে চলমান উন্নয়ন ধরে রাখার আহবান জানান।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামেরর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম,স্বাস্থ্য কর্মকর্তা এএএম আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা পারভীন লিপি, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সালাহউদ্দিন শাহ, উপজেলা প্রকৌশলী আমিনুল হক,কৃষি কর্মকর্তা এএলএম রেদোয়ান ইসলামসহ-উপস্থিত ছিলেন।
 
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর