, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পদ্মায় জেলের জালে ধরা পড়ল ২০ কেজির কাতলা

  • আপলোড সময় : ০৫-১১-২০২৩ ১০:১৬:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৩ ১০:১৬:৫০ পূর্বাহ্ন
পদ্মায় জেলের জালে ধরা পড়ল ২০ কেজির কাতলা
নাজমুল হাসান নিরব,ফরিদপুর থেকে: ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বড় কাতল মাছ। শুক্রবার (৩ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মৃত রিয়াজ সরকারের ছেলে ইয়াকুব সরকার জালে ধরা পড়ে এই কাতলাটি।দীর্ঘদিন ধরে তিনি এই উপজেলার পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন।

শনিবার (৪ নভেম্বর) সকাল ৮টায় সদর মাছ বাজারের আড়তদার রফিক খান তা ২২ হাজার টাকা দিয়ে খোলা ডাকে কিনে এক হাজার টাকা লাভে বিক্রি করে দেন।

জেলে ইয়াকুব সরকার বলেন, ২২ দিন নিষেধাজ্ঞা থাকার কারণে নদীতে মাছ ধরতে পারেননি তারা। নিষেধাজ্ঞা শেষে নদীতে নামার দ্বিতীয় দিনে মাছটি পেয়েছেন। ওই রাতে ১২টার পরে সদর ইউনিয়নের হাজীরডাঙ্গী সংলগ্ন পদ্মা নদীতে তিনিসহ আরও দু’জন জাল ফেলেন। পরে মাছটি পান। দীর্ঘদিন পর বড় ধরনের একটি মাছ পেয়ে এই ২২ দিনের যে আর্থিক ঘাটতি ছিল তা পুষিয়ে গেল।

আড়তদার রফিক খান জানান, এতবড় কাতলা সচরাচর পাওয়া যায় না।কাতলটি মাত্র এক হাজার টাকা লাভে সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী এলাকার খোকন মোল্লার কাছে বিক্রি করেন তিনি।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান