, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বৃষ্টির কারণে খেলা বন্ধ, আর খেলা না হলে জিতবে পাকিস্তান

  • আপলোড সময় : ০৪-১১-২০২৩ ০৫:৫৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৩ ০৫:৫৬:৩৩ অপরাহ্ন
বৃষ্টির কারণে খেলা বন্ধ, আর খেলা না হলে জিতবে পাকিস্তান
আজ নিউজিল্যান্ডের দেয়া ৪০২ রানের জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে পাকিস্তান। ফখর জামানের ঝোড়ো শতকে সমানতালে লড়াই চালিয়ে যাচ্ছে বাবর আজমের দল। ম্যাচের ২১.৩ ওভারের পরই নামে বৃষ্টি। তাতে বন্ধ হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ। ডিএলএস মেথডের নিয়ম অনুযায়ী, বৃষ্টির কারণে ম্যাচ যদি আর মাঠে না গড়ায় তাহলে পাকিস্তান জয়ী হবে।

ডিএলএস স্কোর অনুযায়ী, ২১.৩ ওভার শেষে পাকিস্তান ১০ রানে এগিয়ে রয়েছে। এর আগে, রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের ইনিংসে ভর করে পাকিস্তানের বিপক্ষে চারশ রান ছাড়িয়ে যায় নিউজিল্যান্ড। পাক পেসার শাহিন আফ্রিদি-হারিস রউফদের পিটিয়ে ৬ উইকেটে ৪০১ রান সংগ্রহ করে কিউইরা।

চলমান ভারত বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে পাকিস্তানকে এই রান টপকাতেই হবে। যদি না পারে তবে ইংল্যান্ডের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচটি হবে কেবলই নিয়মরক্ষার। আর পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ জিতেও যায় তবুও সেমিফাইনাল নিশ্চিত হবে না। কারণ এই ম্যাচ জিততে হলে সমীকরণ মেলাতে হবে বাবর আজমের দলকে।

এদিকে কোয়ার্টার ফাইনাল খ্যাত এই ম্যাচটিতে কিউইদের পেছনে ফেলতে তাই শুধু জিতলেই হবে না, সঙ্গে রানরেটের এই হিসাবও মেলাতে হবে বাবরদের। ম্যাচে পাকিস্তান আগে ব্যাটিং করলে নিউজল্যান্ডকে হারাতে হতো ৮৩ রানে। কিন্তু পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় জিততে হবে ৩৫ ওভারের মধ্যে। যার অর্থ, ৪০২ রান পাকিস্তানকে করতে হবে ৩৫ ওভারের মধ্যে। ওভারপ্রতি রান তুলতে হবে ১১.৪৮ গড়ে।   
ঘূর্ণিঝড় ফেনগাল নিয়ে যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় ফেনগাল নিয়ে যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর