, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এই বিশ্বকাপে সত্যিকারের অঘটন, বাংলাদেশের কাছে আফগানিস্তানের হার: আকাশ চোপড়া

  • আপলোড সময় : ০৪-১১-২০২৩ ১২:৪১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৩ ১২:৪১:১৪ অপরাহ্ন
এই বিশ্বকাপে সত্যিকারের অঘটন, বাংলাদেশের কাছে আফগানিস্তানের হার: আকাশ চোপড়া
এবার বাংলাদেশের কাছে আফগানিস্তানের হার চলমান বিশ্বকাপে সত্যিকারের অঘটন বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। শুক্রবার হাশমতউল্লাহ শহিদির দল নেদারল্যান্ডসে সহজেই হারানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ পোস্টে এমনটাই লিখেছেন তিনি।

এদিকে আকাশ লিখেছেন, “বাংলাদেশের কাছে আফগানিস্তানের হার এই বিশ্বকাপের সত্যিকারের অঘটন, যেটা বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র জয়। যদি আফগানিস্তান জয় দিয়ে বিশ্বকাপ শুরু করত, তারা আজই (গতকাল) সেরা চারে চলে যেত।”

বাংলাদেশ চলমান বিশ্বকাপে একটি মাত্র ম্যাচ জিতেছে। আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের শুরু করা সাকিব আল হাসানের দল এরপর টানা ছয় ম্যাচে হেরেছে। এমনকি নেদারল্যান্ডসের মতো দলের সাথেও লড়াই করতে পারেনি, টাইগারদের সহজেই হারিয়েছে ডাচরা।

তাই আকাশের ধারণা, প্রথম ম্যাচে আফগানিস্তান যদি বাংলাদেশকে হারাতে পারতো, তাহলে পয়েন্ট তালিকার চারে থাকতো। এদিকে আফগানিস্তানের পরবর্তী দুই ম্যাচ অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার সাথে। এই দুইটিতে জিতলে সরাসরি বিশ্বকাপে সেমিফাইনালে চলে যাবে রশিদ খান-মোহাম্মদ নবীরা।

আর একটিতে জিতলেও সেমিতে খেলার সম্ভাবনা থাকবে তাদের। অন্যদিকে বাংলাদেশের দুই ম্যাচ যথাক্রমে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার সাথে। সেমির সম্ভাবনা অনেক আগেই শেষ হয়ে যাওয়া টাইগাররা লড়ছে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে। চলমান বিশ্বকাপে শীর্ষ সাত দল পাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ।
ঘূর্ণিঝড় ফেনগাল নিয়ে যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় ফেনগাল নিয়ে যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর