, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ডাচ্-বাংলার এটিএম বুথ থেকে ২৬ লাখ টাকা চুরি

  • আপলোড সময় : ০৩-১১-২০২৩ ১০:০১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৩ ১০:০১:০০ অপরাহ্ন
ডাচ্-বাংলার এটিএম বুথ থেকে ২৬ লাখ টাকা চুরি ছবি: সংগৃহীত
সিলেটে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে চুরির ঘটনা ঘটেছে। বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় দুই নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত ২৮ অক্টোবর রাত ১০টা ৫৫ মিনিট থেকে সোয়া ১২টার মধ্যে চুরির এ ঘটনা ঘটে। তবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন সংশ্লিষ্টরা। শুক্রবার (৩ নভেম্বর) সকালে এ ঘটনায় মামলা করা হলে বিষয়টি জানাজানি হয়।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ গণমাধ্যমকে বলেন, নগরের সুবিদবাজারে ডাচ্-বাংলা ব্যাংকের বুথ ভেঙে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরি হয়েছে। ঘটনার সঙ্গে বুথের সিকিউরেক্স সিকিউরিটি কোম্পানি লিমিটেডের নিরাপত্তা প্রহরীরা জড়িত। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এয়ারপোর্টে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, এ ঘটনায় সিকিউরেক্স সিকিউরিটি কোম্পানির ইনচার্জ সন্দ্বীপ দাস বাদী হয়ে তাদের দুই কর্মীকে আসামি করে থানায় মামলা করেছেন।


মামলায় ব্যাংক কর্তৃপক্ষ বা কর্মকর্তা কেউ বাদী না হওয়ার কারণ প্রসঙ্গে ওসি বলেন, বুথগুলো মূলত সিকিউরিটি কোম্পানির অধীনে থাকে। এমনকি বুথের পাসওয়ার্ড তাদের কাছে। যে কারণে সিকিউরিটি কোম্পানি জিম্মাদার। তাই তাদের লোকজনই বাদী হয়েছেন।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস