, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমি যদি বলি আমরা ম্যাচটা জেতার আশা করেছিলাম, সেটা মিথ্যা বলা হবে: তামিম

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৩ ০৯:১৪:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৩ ০৯:১৪:০৬ পূর্বাহ্ন
আমি যদি বলি আমরা ম্যাচটা জেতার আশা করেছিলাম, সেটা মিথ্যা বলা হবে: তামিম
এবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ রানে হারিয়েছে বাংলাদেশ। আর এই জয়ের ফলে আরো একটি ওয়ানডে সিরিজ জিতল তামিম ইকবালের দল। অথচ গতকাল এক পর্যায়ে ম্যাচ জয়ের আশাই ছেড়ে দিয়েছিলেন তামিম। শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয়ে মুস্তাফিজুর রহমানের ভূয়সী প্রশংসায় মাতেন টাইগার এই অধিনায়ক।

গতকাল ম্যাচ শেষে অধিনায়ক তামিম বলছিলেন, ‘আমি যদি বলি আমরা ম্যাচটা জেতার আশা করেছি, সেটা মিথ্যা বলা হবে। একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা শেষ। কিন্তু ক্রিকেট অদ্ভুত এক খেলা। দুই-একটা উইকেটেই ম্যাচের ম্যাচের চেহারা পাল্টে যেতে পারে। স্কোরবোর্ডেরও একটা চাপ আছে। আর যেভাবে ফিজ বোলিং করেছে, বিশেষ করে যখন সে ক্যাম্ফার ও টাকারকে আউট করেছে, তখন আমরা বিশ্বাস করা শুরু করি।’
 
এদিকে জয়ের জন্য অবশ্য তামিম পুরো পেস বোলিং বিভাগকেই কৃতিত্ব দিচ্ছেন, ‘যদি আপনার হাতে ভালো বোলিং আক্রমণ থাকে, তাহলে অধিনায়কত্ব করা খুবই সহজ। এখন দলে যারা আছেন তাদের নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। ফাস্ট বোলাররা যারা তারা খুবই ভালো করছে। এখানে কয়েকজন নেই। যেমন তাসকিন চোটে আছে। সে অনেক উন্নতি করেছে। আমাদের বোলিং আক্রমণ এখন খুবই ভালো।’

তামিম বলেন, ‘৪০ ওভার পর্যন্ত কোনো তাকে বোলিং দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। মিরাজ যেভাবে বল করেছে, সেটা শান্তকে বোলিং দিতে বাধ্য হয়েছি। সে বলছিল সে পারবে। কিন্তু আমি তাকে বিশ্বাস করি না (হাসি)। কিন্তু আমার অধিনায়কত্বেই সে তার প্রথম ওয়ানডে উইকেট পেয়েছে। অফ স্পিনারকে মারা সহজ মনে হচ্ছিল না। সে জন্যই তাকে বল দিয়েছি।’
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া