
স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ ও ৪ নভেম্বর (শুক্রবার ও শনিবার) সার্ফ এক্সেল ১ কেজি ২৭০ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ২৯০ টাকা), ইস্পাহানী মির্জাপুর বেস্ট লিফ চা ৫০০ গ্রাম প্যাকেট স্বপ্নতে পাওয়া যাবে ২২৩ টাকায় (বাজারে যার মূল্য ২৪০ টাকা) ও বিভিন্ন সাইজের হেড অ্যান্ড শোল্ডারস শ্যাম্পুতে থাকছে অবিশ্বাস্য ছাড়। এছাড়া বাচ্চাদের ডায়পারে থাকছে সেরা অফার, যা অনান্য ই-কমার্স সাইটসহ বাজার থেকেও অনেক কম দামে পাবেন স্বপ্নর গ্রাহকরা।
জানা যায়, স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপারের (লার্জ সাইজ ২৪ পিস) দাম স্বপ্নতে ৬৭৯ টাকা ৫০ পয়সা, যা বাজারে ৭০০ টাকা এবং স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপারের (এক্স এল ৪৪ পিস) দাম ৮৭০ টাকা, যা বাজার ও অনান্য ই-কমার্স সাইটে ১০৫০ টাকা।
স্বপ্ন জানিযেছে, একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ছাড় দিচ্ছে। এছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসতে কোনো ভ্যাট নেই।