, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সোহরাওয়ার্দী উদ্যানে জুমার নামাজ আদায় করলো ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা

  • আপলোড সময় : ০৩-১১-২০২৩ ০২:৫৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৩ ০২:৫৪:২৩ অপরাহ্ন
সোহরাওয়ার্দী উদ্যানে জুমার নামাজ আদায় করলো ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা
আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। আজ শুক্রবার মহাসমাবেশ অংশ নিয়েছেন দলটির হাজার হাজার নেতাকর্মী। দুপুরে সমাবেশস্থলে জুমার নামাজ আদায় করেছেন তারা। এর আগে সকাল ১০টায় অনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হয়।  

দুপুর পৌনে ১টা দিকে নামাজের জন্য সমাবেশে বক্তব্য স্থগিত রাখা হয়। এদিকে 'ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের দাবিতে’ এই মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন।

এদিকে মহাসমাবেশে যোগ দিতে সকাল থেকে ঢাকাসহ সারাদেশের হাজার হাজার নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন।

আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের পদচারণায় সমাবেশস্থল মুখর হয়ে উঠে। এ সময় নেতাকর্মীদের সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। আজকের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবেন ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস