পঞ্চাশ জন মায়ের পা ধুয়ে দেয়ার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মা দিবস পালন করা হয়েছে। রোববার (১৪ মে) দুপুরে উপজেলার স্টার মডেল স্কুল ইক্ষু সেন্টার মাঠে শিক্ষার্থীদের মায়েদের নিয়ে মা মেলার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। ওই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মায়েদের বসানো হয় চেয়ারে। শিক্ষার্থীরা পানি ভর্তি একটি মগ নিয়ে সেখানে গিয়ে নিজ নিজ মায়ের পা পানি দিয়ে ধুয়ে দেয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, মায়েদের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাবোধ বাড়াতে এই আয়োজন। অন্যদিকে মায়েরা সংসারের নানা কাজে ব্যস্ততার মধ্যেও কঠোর পরিশ্রম করে সন্তানদের লালন পালন করছেন। এই দিনটিতে তাদের সম্মান জানাতে এই আয়োজন করা হয়েছে। মেলায় আসা শিক্ষার্থী এবং মায়েরা সকলেই বেশ উপভোগ করেছেন অনুষ্ঠানটি।
মায়ের পা ধুয়ে দেয়ার পর অনুভূতি ব্যক্ত করে শিক্ষার্থীর মুন্তাসির জাহান মিম জানান, বাড়িতে ইচ্ছে করলেও মায়ের পা ধুয়ে দেয়ার সুযোগ হয় না। এক ধরনের জড়তা কাজ করে। আজ স্কুলে মায়ের পা ধুয়ে দেয়ার সুযোগ হয়েছে। আসলে কতটা খুশি আমি, তা বলে বোঝাতে পারবো না। মাকে অনেক ভালোবাসি, এর চেয়ে বেশি কিছু বলার নেই।
মা ফাতেমা বেগম জানান, মা মেলার আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ। সেখানে এসে আমার সন্তান আমার পা ধুয়ে দেবে। এটা ভাবতে পারিনি। এত মানুষের সামনে, নিজের সন্তান পা ধুয়ে দিলো। এতটা সম্মান পাবো আশা করিনি। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে নিজের সন্তানকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য দোয়া চান তিনি।
স্টার মডেল স্কুলের পরিচালক রেজাউল ইসলাম বলেন, গত বছর ২০ জন মায়ের পা ধোয়ার মধ্য দিয়ে ছোট পরিসরে মা দিবসের আয়োজন করা হয়েছিল। এবার বৃহৎ আকারে আমরা মা মেলার আয়োজন করেছি। সেখানে সব শিক্ষার্থী এবং তাদের মায়েদের উপস্থিত করে পা ধোয়ানোসহ উন্মুক্ত কথা শোনার চেষ্টা করেছি। এমনটি অনুষ্ঠানের প্রধান অতিথিও আমরা একজন মাকে রেখেছি।
এর আগে প্রথম পর্বে আলোচনা সভায় স্টার মডেল স্কুলের সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা।
অন্যদের মধ্যে বক্তব্য দেন স্টার মডেল স্কুলের পরিচালক রেজাউল ইসলাম, কালমেঘ আর আলী স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহিল বাকি, মধুপুর নয়াদিঘী এম রফিক আলিম মাদরাসার অধ্যক্ষ আশরাফুল ইসলাম চৌধুরী, স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, সাংবাদিক আবুল কালাম আজাদ, স্টার মডেল স্কুলের শিক্ষক মকবুল হোসেন তুফানি প্রমুখ।