রাশিয়ার জরুরি মন্ত্রণালয় গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা সরবরাহের জন্য দু’টি বিমান পাঠিয়েছে। শুক্রবার মন্ত্রণালয়ের প্রেস সার্ভিস সাংবাদিকদের এ কথা বলেছে। খবর তাস’র।
এক মুখপাত্র বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্টের ফরমান অনুযায়ী গাজা উপত্যকার মানুষের কাছে মানবিক পণ্য পরিবহনের জন্য রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ে দু’টি বিমান পাঠানো হয়েছে।’
খবরে বলা হয়, বিমান দু’টিতে করে সরবরাহকৃত পণ্যের মোট ওজন ২৮ মেট্রিক টন। এসব পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ, হেমোস্ট্যাটিক এজেন্ট এবং ব্যান্ডেজিং উপকরণ রয়েছে।
কর্গো দু’টি মিশরীয় রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। আর তারা এসব পণ্য গাজা উপত্যকায় পৌঁছে দেবে। এরআগেও রাশিয়ার জরুরি মন্ত্রণালয় গাজার বাসিন্দাদের জন্য ২৭ মেট্রিক টন খাদ্য সরবরাহ করে।বাসস।