, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিএনপির পর এবার নতুন কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

  • আপলোড সময় : ০৩-১১-২০২৩ ১১:৩৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৩ ১১:৩৪:৫৫ পূর্বাহ্ন
বিএনপির পর এবার নতুন কর্মসূচি ঘোষণা করলো জামায়াত ফাইল ছবি
বিএনপির দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণার পর এবার জামায়াতও দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার (৩ নভেম্বর) সারাদেশে দোয়া মাহফিল ও আগামী রবিবার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচী পালন করবে বলে জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (২ নভেম্বর) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, বর্তমান বিনা ভোটের জালেম সরকার আবারও ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার জন্য সাজানো নির্বাচনের নাটক মঞ্চস্থ করার পাঁয়তারা করছে। সরকার অবৈধভাবে ক্ষমতায় আঁকড়ে থাকার অসৎ উদ্দেশ্যে দেশকে একটি অকার্যকর, ব্যর্থ ও তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মধ্যে।

মাওলানা এটিএম মাছুম আরও বলেন, এ অবস্থা থেকে দেশকে বাঁচানোর জন্য বর্তমান সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতার হওয়া সব নেতাকর্মীর মুক্তির দাবিতেই নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
 
একই সময়ে দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (২ নভেম্বর) এ কর্মসূচি ঘোষণা করে দলটি। 
 
গত শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন রবিবার (২৯ অক্টোবর) হরতাল পালন করে বিএনপি। এরপর মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে সারাদেশে আরও তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। একই সময়ে অবরোধ ঘোষণা করে জামায়াতে ইসলামীও। 
 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস