, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঘূর্ণিঝড় মোখার সময় পার্কে ঘোরাঘুরি, ১১ শিক্ষার্থীকে পুলিশে দিলেন ডিসি

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৩ ০৯:২২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৩ ০৯:২২:১৬ অপরাহ্ন
ঘূর্ণিঝড় মোখার সময় পার্কে ঘোরাঘুরি, ১১ শিক্ষার্থীকে পুলিশে দিলেন ডিসি
ঝালকাঠিতে ঘূর্ণিঝড় মোখার মধ্যে পার্কে আড্ডা দেওয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ শিক্ষার্থীকে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। রবিবার (১৪ মে) সকালে ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকার মিনি পার্ক ও ডিসি পার্কে আড্ডা দেওয়ার সময় তাদেরকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘূর্ণিঝড় মোখার প্রভাব দেখতে সুগন্ধা নদীর তীর-সংলগ্ন খেয়াঘাটে যান জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। পাশে মিনি পার্কে শিক্ষার্থীদের ঘুরতে দেখলে তাদের অসময়ে এখানে আসার কারণ জিজ্ঞাসা করা হয়। তারা কোনো উত্তর দিতে না পারায় তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেন তিনি।

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, শিক্ষার্থীরা দুর্যোগ পরিস্থিতিতে পার্কে আড্ডা দিচ্ছিল, তাতে যেকোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীরা এ সময়ে এখানে উপস্থিত থাকতে পারে না। অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হবে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস