, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হামাস–ইসরায়েল যুদ্ধে ‘বিরতি’ চাইলেন বাইডেন

  • আপলোড সময় : ০২-১১-২০২৩ ০৪:৩১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৩ ০৪:৩১:১৮ অপরাহ্ন
হামাস–ইসরায়েল যুদ্ধে ‘বিরতি’ চাইলেন বাইডেন
এবার প্রথমবারের মতো হামাস–ইসরায়েল যুদ্ধের ‘বিরতি’ চাইলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। অবরুদ্ধ গাজা থেকে সমস্ত মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়ার জন্য চাপের মুখে যুদ্ধে ‘মানবিক বিরতির’ এই আহ্বান জানিয়েছেন তিনি। বিবিসি জানায়, বুধবার মিনেসোটা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণার সময় এক নারীর যুদ্ধবিরতির আহ্বানে মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন।
 
এদিকে বাইডেন বলেন, ‘আমার মনে হয় একটি বিরতি দরকার। বিরতির মানে হলো জিম্মিদের মুক্তির জন্য সময় দেওয়া। পরবর্তীতে হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, প্রেসিডেন্ট মানবিক সহায়তা ও জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছেন।’

এর আগে মিনেসোটার প্রচারণা সমাবেশে জো বাইডেনের বক্তৃতায় বাধা দিয়ে ইহুদি এক নারী গাজায় যুদ্ধবিরতির দাবি জানান। ইহুদি ধর্মীয় আইনের শিক্ষক জেসিকা রোজেনবার্গ নামের ওই নারী বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আপনি ইহুদি লোকজনের দিকে খেয়াল রাখেন। একজন রাব্বি (ইহুদি)  হিসেবে আমি চাই, আপনি এখনই যুদ্ধবিরতির আহ্বান জানান।’ 
 
ভিডিওতে দেখা যায়, ওই নারী বাইডেনের বক্তৃতার মাঝখানে দাঁড়িয়ে যুদ্ধবিরতির আহ্বান জানান। এ সময় পাশ থেকে অনেকে তাঁকে বেরিয়ে যেতে বলেন। এর পর রোজেনবার্গকে সমাবেশস্থল থেকে জোরপূর্বক বের করার সময় তিনি চেঁচিয়ে বলেন, ‘বিরতি না, এখনই যুদ্ধবিরতি চাই।’
 
এর আগে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ৪০০ জনকে হত্যা করে হামাস। এর পর থেকে গাজায় নির্বিচারে বিমান ও স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৭ অক্টোবর থেকে হামলায় এখন পর্যন্ত ৮ হাজার ৭৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাড়ে ৩ হাজারের বেশি শিশু রয়েছে। এ ছাড়া আহত ২২ হাজারের বেশি ফিলিস্তিনি। 
 
ভাষা সৈনিক ফজলুল হক আর নেই

ভাষা সৈনিক ফজলুল হক আর নেই