, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ , ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


সেই পোশাক শ্রমিক জোসনাকে জীবিত উদ্ধার করেছে র‍্যাব

  • আপলোড সময় : ০২-১১-২০২৩ ১২:৩৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৩ ১২:৩৬:২৫ অপরাহ্ন
সেই পোশাক শ্রমিক জোসনাকে জীবিত উদ্ধার করেছে র‍্যাব
এবার গার্মেন্টস শ্রমিক জোসনা বেগমকে হত্যা করা হয়েছে বলে ছড়ানো গুজবের পর থেকে গার্মেন্টস শ্রমিকরা রাজধানীর মিরপুরে আন্দোলন করছেন। সেই জোসানা‌কে পল্লবী এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে র‍্যাব-৪।

আজ বৃহস্পতিবার র‍্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম জানান, গত ৩১ অক্টোবর মিরপুরের একটি গার্মেন্টসে সংঘর্ষে জোসনা নামে এক কর্মী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে।

ওই গুজবকে ঘিরে বুধবার দিনভর গার্মেন্টস কর্মীদের আন্দোলন চলতে থাকে। প‌রে র‌্যাব-৪ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে। তখন তারা দাবি করেন, গার্মেন্টসকর্মী জোসনা বেগমকে হত্যা করে তার মরদেহ গুম করে ফেলা হয়েছে।

এএসপি মাজহারুল ইসলাম বলেন, এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এ ব্যাপারে গোয়েন্দা নজরদারি এবং তদন্ত শুরু করে। পরে গত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ নিখোঁজ জোসনা বেগমকে পল্লবীর কালশী এলাকা থেকে জীবিত উদ্ধার করে। বর্তমানে তিনি নিজ বাসায় সুস্থ ও স্বাভাবিক আছেন এবং র‍্যাব-৪ তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
সর্বশেষ সংবাদ
মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম

মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম