, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ক্ষোভে বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা ইংলিশ তারকার 

  • আপলোড সময় : ০১-১১-২০২৩ ০৮:৪৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৩ ০৮:৪৮:৩৬ অপরাহ্ন
ক্ষোভে বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা ইংলিশ তারকার 
চলতি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে শনির দশাই যেন ভর করছে বর্তমান ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের ওপরে। বৈশ্বিক এ আসরে রীতিমতো ভরাডুবি হয়েছে ইংলিশদের। হাতে এখনও তিনটি ম্যাচ থাকলেও এরই মধ্যে বাদ পড়ার শঙ্কায় থ্রি-লায়ন্সরা। এদিকে দলের মতোই রীতিমতো ভগ্নহৃদয়ের সংবাদ দিয়েছেন ইংলিশ পেসার ডেভিড উইলি।

বিশ্বকাপে ইংল্যান্ডের শেষ ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী ডেভিড উইলি। ২০২৩-২৪ চক্রের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর এ ঘোষণা দিয়েছেন তিনি। আজ বুধবার ১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রামে এক পোস্টে অবসরের এ ঘোষণা দিয়েছেন উইলি।

নিজের ইনস্টাগ্রামে উইলি লেখেন, আমি কখনো এই দিনটির দেখা পেতে চাইনি। শৈশব থেকে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। তাই ভেবেচিন্তে দেখলাম এবং বিবেচনার মাধ্যমে বুঝলাম আমার অবসরের সময় হয়ে গেছে। বিশ্বকাপের পরেই সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব।

এদিকে ইংলিশ পেসার আরও লেখেন, আমি গর্বের সঙ্গে দলের জার্সি পরেছি। নিজেকে উজাড় করে দিয়েছি। আর সাদা বলের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে সৌভাগ্যবান মনে করি। এই দলে বিশ্বের সেরা কয়েকজন খেলোয়াড় রয়েছেন। এই পথ পাড়ি দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমার স্ত্রী-সন্তান, বাবা ও মা। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

গত ২০১৫ সালের মে মাসে মালাহিডে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় উইলির। এখন পর্যন্ত ৭০ ওয়ানডেতে ৯৪ উইকেট ও ৪৩ টি-টোয়েন্টিতে ৫১ উইকেট নিয়েছেন উইলি। এ ছাড়া এ দুই সংস্করণে ব্যাট হাতে ৮৫৩ রান করেছেন তিনি।
 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস