, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অবরোধের দ্বিতীয় দিনে রিজভীর নেতৃত্বে রাজধানীতে মিছিল

  • আপলোড সময় : ০১-১১-২০২৩ ১২:৩৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৩ ১২:৩৫:৪৬ অপরাহ্ন
অবরোধের দ্বিতীয় দিনে রিজভীর নেতৃত্বে রাজধানীতে মিছিল ছবি: সংগৃহীত
অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীতে সড়কে অবস্থান নিয়ে মিছিল করেছে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল করেছে বিএনপি। বুধবার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর রামপুরা রোডে এই মিছিল হয়।

এ সময় রিজভী বলেন, আমাদের আন্দোলন জনগণের আন্দোলন। গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ের আন্দোলন। হুমকি দিয়ে, গুলি চালিয়ে হত্যা করে, দমন-নিপীড়নের মাধ্যমে এ আন্দোলন দমানো যাবে না। এবার জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত করেই বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। তিন দিনের এ অবরোধ কর্মসূচি চলবে ২ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।
সর্বশেষ সংবাদ