এবার পরাজয়ের ধারা অব্যাহত রেখে গতকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও হেরেছে বাংলাদেশ। টুর্নামেন্টে এ নিয়ে এটি টাইগারদের টানা ষষ্ঠ হার। বরাবরের মত কালকেও ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে লাল-সবুজ দল। রানের দেখা পাননি টপ অর্ডার ব্যাটাররা। টানা পরাজয়ের ধারায় টাইগারদের নিয়ে সমালোচনাও হচ্ছে অনেক।
এদিকে ম্যাচ শেষে দেশীয় একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে লিটন দাস জানিয়েছে, মিডিয়া বা জনগণ সমালোচনা করলেও, খেলার চাপে তা দেখার সময় হয়ে ওঠে না তাদের। পাকিস্তানের বিপক্ষে এমন পরাজয়ের কারণ হিসেবে গতকাল অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘উইকেট খুব ভালো ছিল। কিন্তু আমরা আবারও শুরুতে উইকেট হারিয়েছি। সেখান থেকে কিছু জুটি গড়েছি। কিন্তু যথেষ্ট বড় জুটি ছিল না। যেখান থেকে এমন একটা অবস্থা সৃষ্টি হতো যেন আমরা শেষ ১০ ওভারে দ্রুত রান তুলতে পারি। হ্যাঁ, ব্যাটিং নিয়ে অবশ্যই হতাশ।’
বোলারদের নিয়ে সাকিব বলেন, ‘আমাদের বোলিং খুব যে ভালো হয়েছে, তা বলব না। তবে পাকিস্তান যেভাবে বোলিং করেছে এবং প্রথম ১০ ওভারে ব্যাটিং করেছে, কৃতিত্বটা ওদের দিতেই হবে।’ এদিকে বিশ্বকাপ জুড়েই পরিবর্তনশীল ছিল টাইগারদের ব্যাটিং অর্ডার। এ নিয়ে সাকিব বলেন, ‘চিন্তা করতে হবে, আমরা ওপরের সারির চার ব্যাটসম্যান থেকে বেশি রান পাচ্ছি না। আমিও ওপরে ব্যাটিং করেছি। কিন্তু আমিও রান করছিলাম না। বুঝতেই পারছেন, আমার আত্মবিশ্বাসও ভালো জায়গায় ছিল না।’
এদিকে গতকাল ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে টাইগার ওপেনার লিটনকে প্রশ্ন করা হয়েছিল, তাকে নিয়ে বেশি সমালোচনা হওয়ার কারণে মানসিক ভাবে চাপমুক্ত থাকতেই তিনি গণমাধ্যম থেকে দূরে থেকেছেন কিনা। এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, ‘আমার কাছে একদমই এমন মনে হয় না। আমি একদিন বলেছিলাম, এখন এত পরিমাণে খেলা, আপনি এই মাঠের প্রেশার নিবেন নাকি মিডিয়ার প্রেশার। আমাদের আসলে সময়টা নেই দেখার যে মিডিয়া আমাকে নিয়ে কি বলছে। একটাই প্রত্যাশা করবো যেন সাপোর্ট করে, না করলেও কিছু করার থাকবেনা।’