, রবিবার, ২৩ মার্চ ২০২৫ , ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


বার্জারের নতুন বিজ্ঞাপন রঙ ছড়ালো গুলশানের এলইডি স্ক্রিনগুলোতে

  • আপলোড সময় : ৩১-১০-২০২৩ ০৯:৩০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৩ ০৯:৩০:২১ অপরাহ্ন
বার্জারের নতুন বিজ্ঞাপন রঙ ছড়ালো গুলশানের এলইডি স্ক্রিনগুলোতে
বার্জার লাক্সারি সিল্ক ইমালশন-এর নতুন বিজ্ঞাপনচিত্রের আভিজাত্যের রঙে আরও রঙিন হলো অভিজাত গুলশান-২ সার্কেল। মঙ্গলবার ৩১ অক্টোবর সন্ধ্যায় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় গুলশান-২ সার্কেলের এলইডি স্ক্রিনগুলোতে দেখা গেল বিজ্ঞাপনটির প্রথম ঝলক। 

অভিনব কায়দায় উন্মোচিত বিজ্ঞাপনটিতে রয়েছেন বার্জারের ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম।

বার্জার লাক্সারি সিল্ক ইমালশনকে পেইন্টস শিল্পে দেশের শীর্ষ প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সবচেয়ে জনপ্রিয় ব্র‍্যান্ড হিসেবে গণ্য করা হয়।
সর্বশেষ সংবাদ
১০টা ফেরাউন-নমরূদকে একসঙ্গে করলেও হাসিনার সমান হবে না: হাসনাত

১০টা ফেরাউন-নমরূদকে একসঙ্গে করলেও হাসিনার সমান হবে না: হাসনাত