, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ


ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে লন্ডভন্ড টেকনাফ ও সেন্টমার্টিন

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৩ ০৫:৫৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৩ ০৫:৫৩:১১ অপরাহ্ন
ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে লন্ডভন্ড টেকনাফ ও সেন্টমার্টিন
কক্সবাজার ও মিয়ানমার উপকূলে প্রচণ্ড গতির বাতাস নিয়ে রবিবার (১৪ মে) বিকাল ৩টার দিকে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোখা। এতে টেকনাফ ও সেন্টমার্টিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিচ্ছিন্ন দ্বীপ সেন্টমার্টিন, টেকনাফ সদর, বাহারছড়া,টেকনাফ পৌর এলাকা, সাবরাং, ডেইলপাড়া, জাদিমুড়া এলাকায় প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। উড়ে গেছে ঘরের চালা।

 বিভিন্ন এলাকায় মানুষকে সড়ক থেকে গাছ সরাতে দেখা গেছে। শহরের বিভিন্ন এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিতে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বলেন, ঝড়ে ইতোমধ্যে টেকনাফ ও সেন্টমার্টিন ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। কিছু এলাকায় গাছগাছালি ও ঘরবাড়ি ভেঙে গেছে। দুই এলাকায় বেশ কয়েকজনের আহত হওয়ার সংবাদ পেয়েছি।

সেন্টমার্টিনের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, এই মুহূর্তে সেন্টমার্টিনে বাতাসের গতি প্রচুর। অনেক ঘরবাড়ি উড়ে নিয়ে গেছে। কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি।
সর্বশেষ সংবাদ
রমজানের তৃতীয় জুমায় বায়তুল মোকাররমে মুসল্লির ঢল

রমজানের তৃতীয় জুমায় বায়তুল মোকাররমে মুসল্লির ঢল