, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


আজীবন সম্মাননায় ভূষিত হয়ে যা বললেন রোজিনা

  • আপলোড সময় : ৩১-১০-২০২৩ ০৭:১০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৩ ০৭:১০:৫৮ অপরাহ্ন
আজীবন সম্মাননায় ভূষিত হয়ে যা বললেন রোজিনা ছবি: সংগৃহীত
আশির দশকের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা রোজিনা। ক্যারিয়ারে বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। একের পর এক সিনেমায় অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মণিকোঠায়। পুরস্কারও পেয়েছেন অনেক। এরমধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুবার।

১৯৮০ সালে ‘কসাই’ ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী এবং ১৯৮৮ সালে ‘জীবন ধারা’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান। তবে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তীটা একেবারের আলাদা। এ বছর আজীবন সন্মাননায় ভূষিত হয়েছেন তিনি। এ সম্মাননায় ভূষিত হওয়ায় জানিয়েছেন তার মন্তব্য।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি আগেও দুবার পুরস্কার পেয়েছি কিন্তু এবারেরটা আলাদা। আমার সারাজীবনের কাজের জন্য রাষ্ট্র আমাকে পুরস্কৃত করেছে। আমি ভীষন আনন্দিত। পুরস্কারের ঘোষনা হওয়ার পর থেকে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন। এটা খুব ভালো লাগছে। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

প্রসঙ্গত, আশির দশকে জনপ্রিয়তা পেলেও রোজিনা চলচ্চিত্রে পা রাখেন ১৯৭৬ সালে। ‘জানোয়ার’ ছবিতে একটি পাশ্বচরিত্রে অভিনয় দিয়ে নাম লেখান বড় পর্দায়। তবে তার আগে বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেন।

সে সময় ইলিয়াস কাঞ্জন, জাফর ইকবাল, জসিমসহ অনেকের বিপরীতে অভিনয় করে জনপ্রিয় জুটিতে পরিণত হয়েছেন তিনি। সম্প্রতি পরিচালনাও শুরু করেছেন। এ বছরের মার্চে মুক্তি পায় রোজিন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ফিরে দেখা’।