এখন সেমিফাইনাল খেলার স্বপ্নটা বিলুপ্ত প্রায়। তাই বলে ঘুরে দাঁড়াবার প্রত্যয়টাও যে কমেছে তা নয়, বরং বেড়েছে। বাংলাদেশের জন্য অবশিষ্ট তিন ম্যাচ নক আউট পর্বের মতো, জয় চাই-ই চাই। হারলেই হয়ে যেতে পারে বড় ক্ষতি, জায়গা নাও হতে পারে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে।
এর আগে সাকিব আল হাসান বলেছিলেন, দল এখন যেই অবস্থানে দাঁড়িয়ে সেখান থেকে ঘুরে দাঁড়ানো ভীষণ কঠিন হবে। তবুও সামনে তো এগিয়ে যেতেই হবে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই সামনে এগিয়ে চলার মিশনটা টাইগাররা শুরু করছে টসে জিতে প্রথমে ব্যাটিং করার মধ্য দিয়ে। টস শেষে সাকিব আল হাসান জানিয়েছেন শেখ মেহেদির বাদ পড়ার দিনে একাদশে ফিরছেন তাওহীদ হৃদয়।
বাংলাদেশ একাদশঃ সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাশ, তানজিদ তামিম, নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।