, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কালিয়াকৈরে ওয়ালটন প্লাজায় আগুন দিয়েছে পোশাক শ্রমিকরা

  • আপলোড সময় : ৩১-১০-২০২৩ ০২:১৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৩ ০৪:০২:৩৩ অপরাহ্ন
কালিয়াকৈরে ওয়ালটন প্লাজায় আগুন দিয়েছে পোশাক শ্রমিকরা ফাইল ছবি
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় ওয়ালটন কারখানার সামনে অবস্থিত ওয়ালটন প্লাজায় আগুন দিয়েছে্ন বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা। এসময় একটি পিকআপেও আগুন দেন তারা। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকাল থেকে শ্রমিক আন্দোলনে উত্তাল হয়ে ওঠে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্র এলাকা।

এদিকে পৌরসভার সফিপুর বোর্ডমিল এলাকায় লিডার টেক্সটাইল নামে একটি তৈরি পোশাক কারখানায় সকাল ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস কি খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে রওনা দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা ফায়ার সার্ভিসের গাড়ি অবরোধ করে রাখেন।

এর আগে উপজেলা সফিপুর এলাকায় তানহা হেলথকেয়ার নামে একটি হাসপাতলে ব্যাপক ভাংচুর করে। পরে পাশে থাকা একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। এছাড়াও উপজেলার চন্দ্র এলাকায় ওয়ালটন কারখানার সামনে ওয়ালটনের একটি প্লাজায় শ্রমিকরা হামলা চালায়। এক পর্যায়ে প্লাজ এবং বাহিরে দাঁড়ানো একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট পুলিশের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, সফিপুর এলাকায় লিডার গার্মেন্টসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ওই পথে রওনা দেন। কিন্তু শ্রমিকরা ফায়ার সার্ভিসের গাড়ি অবরোধ করে রাখে।
সর্বশেষ সংবাদ