, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাজধানীতে ককটেল বিস্ফোরণে আহত ৩ পুলিশ  সদস্য

  • আপলোড সময় : ৩১-১০-২০২৩ ১১:৫৬:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৩ ১১:৫৬:০৭ পূর্বাহ্ন
রাজধানীতে ককটেল বিস্ফোরণে আহত ৩ পুলিশ  সদস্য
আজ সকালে রাজধানীর মাতুয়াইল এলাকায় ককটেল বিস্ফোরণে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার ৩১ অক্টোবর সকাল সোয়া ৯টার দিকে মাতুয়াইলের বাদশা মিয়া রোডে কেএফ সুপার মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ সমর্থনকারীদের একটি দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় আমি নিজেই আহত হয়েছি। অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি চিকিৎসা নিতে। তারা অনেকগুলো ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এর মধ্যে আমাদের সামনেই ৪/৫টা পড়ে। এ ঘটনায় আমাদের তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে আটক করা হয়েছে। 

এদিকে ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের ডিসি জিয়াউল হাসান জানান, মাতুয়াইলের ডেমরায় সড়ক অবরোধ করতে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটায়, ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে পুলিশের কয়েকজন আহত হয়েছেন। 
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা