ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিতব্য সকল বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী অবরোধের দিনগুলোতে অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা স্থগিত করা হয়। সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর সকল বিভাগের পরীক্ষা ও ‘কম্পিউটার অপারেটর’ পদের জব টেস্ট অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। তবে ক্লাস ও অফিসসমূহ যথারীতি চলবে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহা-সমাবেশের পর আগামী ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারা দেশে অবরোধের কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি-জামায়াত।