, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


এই প্রশ্নটি উত্তর বিশ্বকাপের পর দেওয়াই ভালো: সাকিব

  • আপলোড সময় : ৩০-১০-২০২৩ ০৮:৫১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৩ ০৮:৫২:২৫ অপরাহ্ন
এই প্রশ্নটি উত্তর বিশ্বকাপের পর দেওয়াই ভালো: সাকিব
চলতি বিশ্বকাপের শুরুতে মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি সাকিব আল হাসানকে। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে হারার পর তিনি এসে হতাশা প্রকাশ করেছিলেন। গতকাল সোমবার পাকিস্তান ম্যাচ পূর্ব সংবাদ সম্মলনেও আসেন সাকিব। সেখানেই বেশ কিছু প্রশ্ন তার সামনে চলে আসে। বিশ্বকাপে বাংলাদেশের সামর্থ্যের অভাব রয়েছে নাকি যোগ্যতার ঘাটতি রয়েছে?

এর উত্তর দিতে গিয়ে অপেক্ষা করতে বলেন সাকিব, ‘দেখুন কাল (মঙ্গলবার) আমাদের পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। এখানে সেই ম্যাচ নিয়েই কথা বলতে এসেছি। আপনি যে প্রশ্নটি করেছেন তার উত্তর বিশ্বকাপের পর দেওয়াই ভালো।’

আপনার কী মনে হয়, আমাদের ঘরোয়া ক্রিকেটের পিচ পরিবর্তন করা উচিত। বিশেষ করে মিরপুরে। বিশ্বকাপে প্রত্যেক দলের ব্যাটাররা যেখানে রান পাচ্ছে, সেখানে বাংলাদেশ অনেক পিছিয়ে। এই প্রশ্নের উত্তরেও একই কথা বলেন অধিনায়ক সাকিব। বিশ্বকাপের পর কথা বলার আশ্বাস দেন তিনি। জানিয়ে দেন অনেক ব্যাপার রয়েছে যেগুলো নিয়ে বিশ্বকাপের পর বিশ্লেষণ করা যেতে পারে। 

এদিকে সাকিবকে পাকিস্তানের এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনাদের দিকে বাংলাদেশের সমর্থকরা প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকেন। আপনি কী মনে করেন সেই প্রত্যাশার সামান্য কিছু আপনারা এই বিশ্বকাপে দিতে পেরেছেন? উত্তরে সাকিব বলেন, ‘আমরা চেষ্টা করছি। আমরা সত্যিই চেস্টা করছি।’