ইবি প্রতিনিধি: 'এসো প্রগতির ধারাই সিক্ত হই' শ্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন 'শাপলা ফোরামের' প্রীতি সম্মেলন-২০২৩ স্মৃতি আলপনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন উর রশীদ আসকারী ও সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহীনুর রহমান, সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ সাইফুল ইসলাম, প্রফেসর ড. আ ন ম রেজাউল করীম, প্রফেসর ড. শাহজাহান আলী, প্রফেসর ড. মাহবুবুল আরফিন, প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক প্রফেসর মোঃ মামুন, প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. শেলীন নাসরীন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারন সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম, প্রফেসর ড. কাজী আখতার হোসেন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের 'শাপলা ফোরামের' সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, প্রীতি সম্মেলন-২০২৩ স্মৃতি আলপনা অনুষ্ঠানে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন শাপলা ফোরামের সাধারন সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান। পরে নতুন শিক্ষক সদস্যদের হাতে ক্রেস্ট প্রদান, খেলাধুলা ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।