আজ গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে সোমবারও আন্দোলন করছে নেমেছে শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আজ সোমবার ৩১ অক্টোবর সকাল থেকে উত্তেজিত শ্রমিকরা একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড আর টিয়ারসেল নিক্ষেপ করে। যার ফলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে টানা ৭ষ্ঠ দিনের মতো সোমবারও গাজীপুর আন্দোলনে নামে শ্রমিকরা। সকাল ৯টা থেকে শ্রমিকরা ভোগড়া বাইপাসের আশপাশের এলাকার বিভিন্ন কারখানার আন্দোলন শুরু করে।
এসময় তারা কয়েকটি কারখানায় ভাঙচুর চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এসময় উত্তেজিত শ্রমিকরা একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়।
বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রোডে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। আন্দোলনরত শ্রমিকরা জানান, বর্তমানে যাদের বেতন ৭ হাজার থেকে ৮ হাজার টাকা দেওয়া হচ্ছে, তাদের বেতন ২৩ হাজার টাকা করার দাবি তাদের। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে বর্তমান বেতনে তাদের চলতে খুব কষ্ট পেতে হচ্ছে।
মাস শেষ হওয়ার আগেই বেতনের টাকা ফুরিয়ে যাচ্ছে। এক প্রকার তাদের অমানবিক জীবনযাপন করতে হচ্ছে বলে আন্দোলনরত শ্রমিকরা জানান। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোশারাফ জানান, ঢাকা ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রেণের আনার জন্য আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি।