, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিদেশি কূটনীতিকদের চলমান পরিস্থিতি ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ৩০-১০-২০২৩ ১১:৩৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৩ ১১:৩৯:৪৭ পূর্বাহ্ন
বিদেশি কূটনীতিকদের চলমান পরিস্থিতি ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিদেশিদের কাছে সরকারের অবস্থান তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমনের পক্ষ থেকে এক কূটনৈতিক ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। আজ সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনৈতিক, মিশন প্রধান, জাতিসংঘের সংস্থা প্রধানদের সঙ্গে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এতে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ ঘিরে যেসব ঘটনা ঘটেছে তার সরকারি ভাষ্য আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে বলে জানা গেছে।

ব্রিফিংয়ে মোমেন ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও থাকতে পারেন মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা। এতে প্রস্তুতি হিসেবে ২৮ অক্টোবরের সার্বিক ঘটনার অডিও ভিডিও রাখা হয়েছে।
সর্বশেষ সংবাদ