, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হরতালের প্রতিবাদে সুনামগঞ্জে আওয়ামী লীগের মিছিল ও শান্তি সমাবেশ

  • আপলোড সময় : ২৯-১০-২০২৩ ০৫:৪০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৩ ০৫:৪০:২৯ অপরাহ্ন
হরতালের প্রতিবাদে সুনামগঞ্জে আওয়ামী লীগের মিছিল ও শান্তি সমাবেশ
মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ থেকে: বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রবিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এসময় নেতাকর্মীরা হরতাল বিরোধী স্লোগান দেন এবং রাজপথে থেকে নৈরাজ্য মোলাকাবেলার প্রত্যয় ব্যক্তয় করেন।
 
পরে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাদের বখত, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে’সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে হরতালের সমর্থনে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহা সড়কের পাগলা বাজার এলাকায় পিকেটিং করে বিএনপি। এ সময় শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম ও ছাত্রদল নেতা আবু তাহের ইমনকে আটক করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে হরতালের সমর্থনে পিকেটিং-কালে তাদের আটক করে শান্তিগঞ্জ থানা পুলিশ।
 
হরতালের নামে নাশকতা ঠেকাতে তাদেরকে আটক করা হয়েছে বলে জানায় শান্তিগঞ্জ থানা পুলিশ।

আটককৃত নেতাকর্মীরা কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আনছার উদ্দিনের অনুসারী বলে জানা গেছে।
 
যুবদল-ছাত্রদলের ৪ নেতাকর্মীকে আটকের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, হরতালের নামে নৈরাজ্য ঠেকাতে এবং জনগণের নিরাপত্তার স্বার্থেই তাদের আটক করা হয়েছে।
 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস