, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


টিম ম্যানেজমেন্টকে পাপনের জরুরি তলব

  • আপলোড সময় : ২৯-১০-২০২৩ ০৪:১২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৩ ০৪:১২:৪৩ অপরাহ্ন
টিম ম্যানেজমেন্টকে পাপনের জরুরি তলব
এবার টানা পাঁচ হারে প্রথম দল হিসেবে ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে দাপটে শুরু করলেও এখন পয়েন্ট টেবিলের তলানিতে টাইগাররা। গতকাল শনিবার (২৮ অক্টোবর) ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের শোচনীয় পরাজয়ে স্তব্ধ দেশের ক্রিকেটাঙ্গন।

এর প্রেক্ষিতে আজ রোববার ২৯ অক্টোবর দুপুরে দলের কোচিং স্টাফ ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে জরুরি সভায় বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

তার ভাষ্য, প্রেসিডেন্ট (নাজমুল হাসান) দুপুরে টিম হোটেলে আসছেন। কোচিং স্টাফ এবং সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে দলের এ পারফরম্যান্সের কারণ জানতে চাইব আমরা।

তিনি আরও যোগ করেন, আমাদের এখনও তিনটি ম্যাচ বাকি আছে। তাই বিশ্বকাপের পারফরম্যান্স পর্যালোচনা এবং এর নিরিখে ব্যবস্থা নেওয়ার মতো অবস্থায় আমরা নেই। বিশ্বকাপ শেষ হোক, তারপর পুরো মূল্যায়ন করা হবে। তবে সামনে যেহেতু আরও খেলা আছে, সেহেতু এখনই চূড়ান্ত কিছু বলার সময় আসেনি।
 
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা