, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাকিব বাংলাদেশের পক্ষে খেলছে না: ক্ষোভ ঝাড়লেন নারী সমর্থক

  • আপলোড সময় : ২৯-১০-২০২৩ ০৩:৩৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৩ ০৩:৩৮:৪১ অপরাহ্ন
সাকিব বাংলাদেশের পক্ষে খেলছে না: ক্ষোভ ঝাড়লেন নারী সমর্থক
চলতি বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শোচনীয় পরাজয় দেখেছে বাংলাদেশ। এ ম্যাচে সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা থাকার পরও পরাজয় এড়াতে পারেনি লাল-সবুজেরা। ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৪২ রানেই গুঁটিয়ে গেছে টাইগাররা। শেষ পর্যন্ত ৮৭ রানের পরাজয়ে মাঠ ছেড়েছে সাকিব বাহিনী।

এদিকে দলের এমন পরাজয়ের পর সাকিবের কাছে জানতে চাওয়া হয়, বিশ্বকাপের আগে তামিম ইস্যু দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে কি না? এ প্রসঙ্গে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিবের ভাষ্য, ফেলতেই পারে, অস্বাভাবিক কিছু না। ব্যক্তি বিশেষের মনের ভেতর কী আছে, এটা বলা মুশকিল। আপনি যেটা বলছেন সেটায় আমি অসম্মতি জানাচ্ছি না। ফেলতেই পারে।
 
এদিকে সাকিবদের হার কোনোভাবেই মানতে পারছেন না টাইগার সমর্থকরা। মাঠেই সাকিবসহ পুরো দলের ওপর ক্ষোভ ঝেড়েছেন তারা। গণমাধ্যমে নিজেদের মনের সব ক্ষোভ উগরে দিয়েছেন তারা। টাইগার দলপতি প্রসঙ্গে এক নারী সমর্থকের মন্তব্য, সাকিব বাংলাদেশের পক্ষে খেলছে না। ওর (সাকিব) মেন্টালিটি কাজ করে আর্নিং প্রসেস। সে বাংলাদেশকে নামিয়ে দিচ্ছে। ওর (সাকিব) দরকার নেই, বাংলাদেশের মানুষের আশা নষ্ট করার।

তিনি আরও যোগ করেন, বাংলাদেশের যে খেলোয়াড়গুলোর আছে এর পরিবর্তন দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সাকিবকে বাদ দিয়ে দেন; ও (সাকিব) বাংলাদেশের পক্ষে না। সে ব্যবসার সঙ্গে যুক্ত আছে। সে সবার সামনে বলুক আমি কোনোদিন ভালো খেলব না। আমাকে নিয়ে আশা করছ? আমি প্রিমিয়ার লিগে খেলব।

এ নারী সমর্থক বলেন, বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য যখন খেলার সময় আসে, তখন ওর নিজের কিছু না কিছু প্ল্যানিং থাকে। হয়ত-বা তাকে কেউ হায়ার করে রাখে যে না খেলবা না তুমি আউট হয়ে যাবা। এর বাবদ তুমি টাকা পাবা। সে বাংলাদেশকে শেষ করে দিচ্ছে।

তিনি আরও বলেন, ‘সাকিবের ওপর ডিপেন্ড থাকে বাংলাদেশ। কিন্তু সে আনাড়িভাবে আউট হয়ে যায়, মানুষের আশা যত এগোয় ও ততোই নিচে নামিয়ে আনে। বাংলাদেশের পক্ষে অন্যান্য খেলোয়াড়রাও চেষ্টা করে। যারা নতুন তারাও পারফরম্যান্স করছে। কিন্তু ও কি করছে?’  তামিম ইকবালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ শেষটা অন্তত ভালো খেলতে পারত। তামিম ইকবালের খুবই দরকার ছিল। তার মতো খেলোয়াড় থাকলে এমনটা হতো না।
সর্বশেষ সংবাদ